কলকাতা: নিখোঁজ হবার পাঁচদিন পরে অরুণাচলের মুখ্যমন্ত্রী দোরজি খান্ডুরসহ পাঁচজনের মৃতদেহ বুধবার উদ্ধার করা হয়েছে।
নয়াদিল্লি থেকে সরকারিভাবে তাদের মৃত্যুর কথা স্বীকার করা হয়েছে।
শনিবার সকালে তাওয়াং থেকে মুখ্যমন্ত্রী দোরজিসহ পাঁচ আরোহী রাজধানী ইটানগরের উদ্দেশ্যে এ ৫০ বি-৩ পবন হনস্ হেলিকপ্টারে রওনা দেন। তার কপ্টারটি সাড়ে ১১টার মধ্যে ইটানগর পৌঁছানোর কথা ছিল।
কিন্তু কপ্টারটির সঙ্গে রেডিও কলারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার পর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
তার কপ্টারটির খোঁজে ভারতে মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সাহায্য নেওয়া হয়। খারাপ আবহওয়ার কারণে গত কয়েকদিন ধরে উপগ্রহ চিত্রে কিছুই ধরা পড়ছিল না।
অবশেষে মঙ্গলবার ভূটান সীমান্ত থেকে ২.৫ কিলোমিটার পশ্চিমে, ৪ কিলোমিটার উত্তরে
রোবোথাং অঞ্চলে ধাতব ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা যায়।
সেই সূত্র ধরে তল্লাশি শুরু হয়। ৬টি কপ্টারের সাহায্যে ভারতীয় বিমানবাহিনী তল্লাশি শুরু করলেও খারাপ আবহাওয়ার কারণে তা বন্ধ করে দিতে হয়।
বুধবার সকালে আবার নতুন করে তল্লাশি শুরু হয় চীন, ভারত ও ভূটানের সীমান্তবর্তী অঞ্চলে। অবশেষে মেলে কপ্টারের ধ্বংসাবশেষ।
এই দুর্গম অঞ্চলে থেকে পাওয়া যায় মুখ্যমন্ত্রী খান্ডু দোরজি, কপ্টারে চালক ক্যাপ্টেন জে এস বব্বর, ক্যাপ্টেন টি এস মামিক, নিরাপত্তারক্ষী ইয়েসি চোদ্দক এবং তাওয়াং-এর বিধায়ক সেওয়াং ধনধূপের বোন ইয়েসু লামুর মৃতদেহ।
অরুণাচল প্রদেশ প্রশাসনের পক্ষ থেকে জাননো হয়, রাজধানী ইটানগরে নয়, পূর্ণ রাষ্ট্রীয় মর্যদায় মুখ্যমন্ত্রীর শেষকৃত্য তাওয়াং তার গ্রামের বাড়িতে সম্পন্ন হবে।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, মে ০৪, ২০১১