ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লাদেনের মৃতদেহের ছবি প্রকাশ না করতে ওবামাকে পরামর্শ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, মে ৪, ২০১১
লাদেনের মৃতদেহের ছবি প্রকাশ না করতে ওবামাকে পরামর্শ

ওয়াশিংটন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এবং প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস প্রেসিডেন্ট বারাক ওবামাকে নিহত আল কায়েদাপ্রধান ওসামা বিন লাদেনের মৃতদেহের ছবি প্রকাশ করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এ খবর বেরিয়েছে।



লাদেনের ছবি প্রকাশ করলে তার ফল যে খুব একটা ভলো হবে না, এখন ওবামাও উদ্বিগ্ন। মুসলিম বিশ্বেও লাদেনের মৃত্যু নিয়ে কোনো সন্দেহ নেই, যেহেতু লাদেনের স্ত্রী জীবিত রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস এবং পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন প্রেসিডেন্ট ওবামাকে এ বিষয়ে পেন্টাগনের উদ্বেগের কথা জানিয়ে দিয়েছেন। তারা আরও জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় লাদেনের যে ছবি প্রকাশ করতে যাচ্ছে তা জনগণের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি করতে পারে।

লাদেনের মৃত্যু নিয়ে যদি কোনো সন্দেহই না থাকে এবং তাতে যদি ভালোর চেয়ে মন্দ ফলই বয়ে আনে তাহলে ছবি প্রকাশ করারই বা দরকার কী। এমনই মনে করছেন যুক্তরাষ্ট্রের উর্ধ্বতন কর্মকর্তারা।

মার্কিন কর্মকর্তারা জানান, ছবি প্রকাশ করলেও যারা বিশ্বাস করবে না যে লাদেন নিহত হয়েছেন তারা আসলে উগ্রপন্থি। সুতরাং ছবি প্রকাশের পরবর্তী প্রতিক্রিয়ার বিষয়ে বারাক ওবামাকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, মে ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।