ওয়াশিংটন: জাতীয় নিরাপত্তা ঝুঁকির কথা চিন্তা করে নিহত আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের ছবি প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বুধবার হোয়াইট হাউজ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
গত রোববার পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন বিশেষ বাহিনীর হাতে নিহত বিন লাদেনের ছবি জনসমক্ষে প্রকাশ করা হবে কিনা এ নিয়ে ওবামার যুদ্ধ বিষয়ক মন্ত্রীসভায় বিতর্ক চলছিল। তবে ছবি অত্যন্ত বিভৎস এবং তা প্রকাশ করলে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে বলে তা আর প্রকাশ না করার সিদ্ধান্ত নিল মার্কিন কর্তৃপক্ষ।
সিবিএস নিউজের ৬০ মিনিটস অনুষ্ঠানে ওবামা বলেন, এটা নিশ্চিত করা খুব গুরুত্বপূর্ণ যে, মাথায় গুলি খাওয়া কারো জীবন্ত ছবি সহিংসতা বৃদ্ধিতে আরো বেশি উত্তেজনার সৃষ্টি করবে কিনা বা এটি উদ্দেশ্যমূলক প্রচার প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে কিনা।
তিনি জোর দিয়ে বলেন, ডিএনএ টেস্ট এবং মুখাবয়ব সনাক্তকরণ পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে নিহত ব্যক্তি ৯/১১ এর প্রধান হোতা বিন লাদেন।
এর আগে নিহত বিন লাদেনের কিছু ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল তবে তা পারর্তীতে ভূয়া প্রমাণিত হয়েছে।
মঙ্গলবার হোয়াইট হাউজ থেকে জানানো হয় অ্যাবোটাবাদের উঁচু প্রাচীর ঘেরা বাড়িতে অভিযান পরিচালনার সময় বিন লাদেন নিরস্ত্র ছিলেন।
এর আগে জানানো হয় বিন লাদেন বিশেষ বাহিনীর আক্রমণ প্রতিরোধ করার চেষ্টা করলে তাকে গুলি করা হয়। কিন্তু নিরস্ত্র থাকা সত্ত্বেও তিনি কীভাবে প্রতিরোধ করলেন তার কোনো জবাব মঙ্গলবার দিতে পারেনি মার্কিন কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, মে ০৫, ২০১১