ওয়াশিংটন: আল কায়েদাপ্রধান ওসামা বিন লাদেন হত্যার অভিযান পরিচালনাকারী বিশেষ বাহিনী নেভি সিলের প্রধান এ অভিযানের বিস্তারিত বর্ণনা দিয়েছেন। বুধবার কংগ্রেস সদস্যদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে তিনি অভিযানের আদ্যপান্ত তুলে ধরেন।
নেভি সিলপ্রধান ভাইস অ্যাডমিরাল উইলিয়াম ম্যাকরাভেন সভায় বর্ণনা করেন ঠিক কীভাবে তারা অভিযান শুরু করেন আর কীভাবেই বা বিশ্ব সন্ত্রাসের মূল হোতাকে হত্যা করলেন।
উইলিয়াম ম্যাকরাভেন গত কয়েক বছর ধরে ওসামা বিন লাদেনকে হন্যে হয়ে খুঁজছেন। রোববার আবোটাবাদে অভিযানের মূল পরিকল্পনা এবং পরিচালনা তিনিই করেছেন।
অভিজ্ঞতায় ঋদ্ধ এ সন্ত্রাসদমন বিশেষজ্ঞ এ বিশেষ অভিযানের জন্য কিছু সংখ্যক নেভি সিল সদস্যকে দুই মাস আগেই বাছাই করেন। নিজ তত্ত্বাবধানে কয়েক সপ্তাহ ধরে কঠোর প্রশিক্ষণের মাধ্যমে তাদের অভিযানের জন্য প্রস্তুত করে তোলেন তিনি।
কংগ্রেস কমিটিতে যেভাবে তিনি অভিযান বর্ণনা করেন তা হুবহু তুলে ধরা হল:
প্রথমে সিল সদস্যরা বিন লাদেনের কম্পাউন্ডের দরজা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন। তবে যখন এর পেছনে একটি ইটের দেয়ালের বাধার সম্মুখীন হয় তখন বিস্ফোরণ ঘটিয়ে তা ভেঙে ফেলা হয়।
তিনতলা ভবনের প্রথম তলায় তারা দুজন বার্তাবাহক এবং একজন নারীর দেখা পান। তবে প্রচ- গোলাগুলির মুখে তিনজনই নিহত হয়।
লাদেনের কক্ষ পর্যন্ত পৌঁছাতে প্রতিটি সিঁড়িতে তাদের নানা বাধা অতিক্রম করতে হয়। তবে সব বাধা পেরিয়ে যখন সিল সদস্যরা বিন লাদেনের কক্ষে প্রবেশ করেন তখন তার স্ত্রী তাকে বাঁচাতে সামনে এসে বাধা দেওয়ার চেষ্টা করে। এসময় তার পায়ে গুলি করা হয়।
বিন লাদেন কক্ষের ঠিক মাঝখানে দাঁড়ানো ছিলেন। সেখানে অনেক কিছুর নড়াচড়া টের পাওয়া যাচ্ছিল। তবে কক্ষটি অন্ধকার হওয়ায় সবকিছু ছিল অস্পষ্ট।
সামনে অবস্থান নেওয়া নেভি সিলের এক সদস্য বিন লাদেনের বুক বরাবর গুলি চালায়। পরের গুলিটি করা হয় তার মাথায়। আর এতেই তিনি মারা যান।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, মে ০৫, ২০১১