কায়রো: অর্থ জালিয়াতি ও মুনাফাখোরির অভিযোগে মিশরের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব আল-আদলির ১২ বছরের কারাদ- দিয়েছেন দেশটির আদালত। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এ খবর বেরিয়েছে।
দেশের প্রতিরক্ষা বিভাগের প্রধান হওয়ার কারণে আদলি সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন।
দেশজুড়ে গণঅভ্যুত্থানের মুখে মোবারক গত ১১ ফেব্রুয়ারি ক্ষমতা থেকে সরে দাঁড়াতে বাধ্য হন। এ মুহূর্তে দুই ছেলেসহ তিনি মিশরের নিরাপত্তা বাহিনীর হেফাজতে রয়েছেন। দুর্নীতি ও বিক্ষোভকারীদের ওপর দমনপীড়ন চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মোবারকের শাসনামলের কোনো কর্মকর্তার এটাই প্রথম রায়। তবে আদলির বিরুদ্ধে বিক্ষোভকারীদের ওপর গুলি করার নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে। এ অভিযোগ প্রমাণিত হলে তার মৃত্যুদ-ও হতে পারে।
মিশরের সরকার বিরোধী ১৮ দিনব্যাপী চলা বিক্ষোভে অন্তত ৮৪৬ জন বেসামরিক লোক নিহত হয়েছে। বেশিরভাগ লোককেই মাথায় ও বুকে গুলি করে হত্যা করা হয়েছে।
মিশরের বহু নাগরিক অত্যন্ত মনোযোগ দিয়ে আদলির বিচার পর্যবেক্ষণ করছিলেন। কেননা তিনি বিক্ষোভ দমাতে পুলিশ বাহিনীকে ব্যবহার করেছেন।
মোবারকের শাসনামলের ২০ জনের বেশি মন্ত্রী ও ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এদের সবার বিরুদ্ধে দুর্নীতিসহ নানা অভিযোগ রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, মে ০৫, ২০১১