ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাপুয়া নিউগিনিতে স্বল্পমাত্রার সুনামি

‌আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, মে ৫, ২০১৫
পাপুয়া নিউগিনিতে স্বল্পমাত্রার সুনামি

ঢাকা: শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হানার পর দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনিতে স্বল্পমাত্রার এক সুনামি আছড়ে পড়েছে।

মঙ্গলবার (৫ মে) স্থানীয় সময় বেলা ১১টা ৪৪ মিনিটে (বাংলাদেশ সময় ৭টা ৪৪ মিনিটে) দেশটির ইস্ট নিউ ব্রিটেন প্রদেশের রাজধানী কোকোপোর ১৩৩ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে ভূ-গর্ভের ৬১ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।

রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮।

এর ফলে পাপুয়া নিউগিনির রাবাউল বন্দরে আছড়ে পড়ে স্বল্প শক্তির এক সুনামি। এসময় সমুদ্রের পানির উচ্চতা এক মিটার (৩ ফুট) পর্যন্ত বেড়ে যায় বলে জানা গেছে।

তবে এ ঘটনায় কোনো বন্যা বা জলোচ্ছ্বাস ঘটেনি বলে জানান দেশটির জিওফিজিক্যাল অবজারভেটরির সহকারী পরিচালক ক্রিস ম্যাককি।

তিনি বলেন, তৈরি হওয়ার পর সুনামিটি আর শক্তি সঞ্চয় করে ভয়ংকর হয়ে ওঠেনি।

এদিকে, ভূমিকম্পের ফলে রাবাউল ও কোকোপোসহ বেশ কয়েকটি এলাকায় বৈদ্যুতিক খুঁটি উপড়ে যাওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে।

সেই সঙ্গে বেশ কিছু ভবন ও দেয়ালে ফাঁটল তৈরি হয়েছে। তবে বড় ধরণের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান ম্যাককি।

** পাপুয়া নিউগিনিতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, মে ০৫, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।