ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

জুলাইয়ে ক্যালিফোর্নিয়ায় যাচ্ছেন উইলিয়াম ও কেট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৬, মে ৫, ২০১১
জুলাইয়ে ক্যালিফোর্নিয়ায় যাচ্ছেন উইলিয়াম ও কেট

লন্ডন: ব্রিটেনের প্রিন্স উইলিয়াম ও তার নববধূ ক্যাথেরিন মিডলটন আগামী জুলাইয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া সফরে যাবেন। এর আগে তারা আনুষ্ঠানিক সফরে কানাডা সফর করবেন।

রাজপ্রাসাদ থেকে বৃহস্পতিবার এ ঘোষণা দেওয়া হয়েছে।

প্রিন্সের লন্ডনের সরকারিব বাসভবন সেন্ট জেমস প্যালেস একটি বিবৃতিতে জানায়, ‘ডিউক ও ডাচেস অব ক্যামব্রিজ চলতি বছর জুলাইয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সফর করবেন। ’

এতে বলা হয়, ৮ জুলাই থেকে ১০ জুলাই এই নবদম্পতি ক্যালিফোর্নিয়ায় থাকবেন। সফরের বিস্তারিত পরে জানানো হবে।

গত ২৯ এপ্রিল প্রিন্স উইলিয়াম ও কেট (ক্যাথেরিন) মিডলটনের বিয়ের অনুষ্ঠান বিশ্বব্যাপী উপভোগ করা হয়। প্রায় ২০০ কোটি মানুষ তা টেলিভিশনে সরাসরি পর্যবেক্ষণ করে। বিয়ের দিন লন্ডনের রাস্তায় লাখ লাখ মানুষ জড়ো হয়ে তা সশরীরে প্রত্যক্ষ করে।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, মে ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।