ওয়াশিংটন: আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেন হত্যা অভিযানের এবার ভিন্ন বর্ণনা দিয়েছে যুক্তরাষ্ট্র। তারা বলছে অভিযানের সময় একজন মাত্র ব্যক্তি গুলি করে মার্কিন বিশেষ বাহিনীকে প্রতিরোধের চেষ্টা করে।
মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, অভিযানের সময় বিন লাদেনের বার্তাবাহকদের মধ্য থেকে একজন মাত্র সশস্ত্র ব্যক্তি ‘নেভি সিল’ বাহিনীকে প্রতিরোধের চেষ্টা করে। তবে তাৎক্ষণিকভাবে তাকে হত্যা করা হয়। পরে অ্যাবোটাবাদের ওই বাড়ির অন্য যাদের হত্যা করা হয় তারা সবাই ছিলেন নিরস্ত্র।
অথচ এর আগে প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা জন ব্রেনান বলেছিলেন, রোববারের অভিযানে সিল বাহিনীর সঙ্গে ওই বাড়িতে অবস্থানরত বিন লাদেনের সহযোগীদের প্রায় ৪০ মিনিট ধরে সংঘর্ষ চলে।
বৃহস্পতিবার সর্বশেষ বিবৃতিতে জানানো হয়, কম্পাউন্ডের প্রতিটি ফ্লোরে সিল বাহিনী বিন লাদেন ও তার নিরাপত্তারক্ষীদের তন্ন তন্ন করে খোঁজে। এতে তারা কোনো প্রকার বাধার সম্মুখীন হয়নি। যদিও প্রথম দিকে বলা হচ্ছিল অভিযান পৌনে এক ঘণ্টার মতো দীর্ঘ ছিল এবং তারা ব্যাপক গোলাগুলির মুখে পড়ে।
এর আগে আরো কিছু বিষয়ে মার্কিন কর্তৃপক্ষ অভিযান নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য দিয়েছে। যেমন, বিন লাদেন প্রতিরোধ করার চেষ্টা করলে তাকে গুলি করে হত্যা করা হয়। অথচ পরে বলা হয় ওই সময় বিন লাদেন নিরস্ত্র ছিলেন।
এছাড়া, পাকিস্তানি নিরাপত্তা বাহিনী অভিযানে অংশ নিয়েছিল বলে দাবি করে যুক্তরাষ্ট্র। পাকিস্তান সঙ্গে সঙ্গে তা প্রত্যাখ্যান করে। পরে সিআইএর পক্ষ থেকে বলা হয়, পাকিস্তানি গোয়েন্দা সংস্থাকে (আইএসআই) অভিযানের ব্যাপারে আগে থেকে কিছুই জানানো হয়নি। কারণ তাদের আশঙ্কা ছিল আইএসআই বিন লাদেনকে আগেই সতর্ক করে দিবে।
বিবিসি সূত্রে জানা গেছে, পাকিস্তানের সামরিক কর্মকর্তারা বলেছেন, বিন লাদেনের অবস্থান বিষয়ে আসলে কারোরই যথেষ্ট গোয়েন্দা তথ্য ছিল না।
এদিকে, নিহত ওসামা বিন লাদেনের ছবি প্রকাশ নিয়েও বিতর্কের অবসান ঘটেনি। ওবামা বলছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে ছবি প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। এছাড়া, ছবিগুলো খুবই বীভৎস। এগুলো প্রকাশ করলে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে বলে মনে করছেন তারা।
বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, মে ০৬, ২০১১