ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানে জঙ্গি হামলায় নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৯, মে ৬, ২০১১
পাকিস্তানে জঙ্গি হামলায় নিহত ৮

কোয়েটা: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে শুক্রবার জঙ্গিদের রকেট হামলা ও গুলিতে অন্তত আটজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।



প্রদেশের রাজধানী কোয়েটার হাজারা উপশহরে এ হামলা চালানো হয়। পুলিশ কর্মকর্তা হামিদ শাকিল জানান, হতাহতরা শহরের পার্শ্ববর্তী একটি পার্কে ছিল। হামলা চালিয়ে জঙ্গিরা পালিয়ে যায়। পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমে এসংক্রান্ত খবর বেরিয়েছে।

তিনি গণামাধ্যমকে বলেন, ‘পার্কে লোকজন সকালের ব্যায়াম করছিলেন। হামলাকারীরা দুটি গাড়ি নিয়ে এসে তাদের ওপর সরাসরি গুলি চালায়। ’ আহতদের পার্শ্ববর্তী বোলান মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি স্থানীয় অধিবাসীদের বরাত দিয়ে জানান, হামলাকারীরা গুলি করার আগে রকেট হামলা চালায়। এখন পর্যন্ত কেউ বা কোনো সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি।

গত সপ্তাহে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে বিশ্বের শীর্ষ সন্ত্রাসী ওসামা বিন লাদেনকে হত্যা করা হয়। এর পাল্টা জবাব হিসেবে জঙ্গিরা পাকিস্তানসহ বিশ্বের স্থাপনায় হামলা চালাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, মে ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।