ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অগ্নিকাণ্ডের পরে ফের চালু ফুইমিসিনো বিমানবন্দর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, মে ৭, ২০১৫
অগ্নিকাণ্ডের পরে ফের চালু ফুইমিসিনো বিমানবন্দর

ঢাকা: অগ্নিকাণ্ডের কারণে সাময়িক বন্ধ থাকার পরে ফের চালু হয়েছে রোমের ফুইমিসিনো আন্তর্জাতিক বিমানবন্দর।

বৃহস্পতিবার (০৭ মে) সন্ধ্যায় দেশটির সংবাদ মাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।



সংবাদ মাধ্যমগুলো জানায়, আগুনে বিমানবন্দরের প্রধান আন্তর্জাতিক টার্মিনাল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার (০৭ মে) স্থানীয় সময় দুপুর ২টা (আন্তর্জাতিক সময় দুপুর ১২টা) পর্যন্ত
ডজন খানেক ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ আরও ‍জানায়, অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মে ০৭, ২০১৫
এটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।