ঢাকা: ওয়াইন, হুইস্কি, জমকালো খাবার কোনোটাই তাদের দমাতে পারেনি। বয়স বেড়েছে কিন্তু যৌবনের আবেগ বাঁধভাঙা।
কালিফোর্নিয়া নিবাসী ফরেস্ট লুনসওয়ে এবং রোজ পোলার্ড দম্পতির যৌথ বয়স ১৯৩ বছর। গেল মার্চ মাসে ফরেস্টের শততম জন্মবার্ষিকীতে তারা বিয়ে করেছেন। বর ফরেস্ট লুনসওয়ের বয়স ১০০ আর নববধূ রোজের বয়স ৯৩ বছর।
এ পৌঢ় ‘যৌবনের’ রহস্য কী তা নিয়ে কথা বলেছেন ফরেস্ট। কড়া ওয়াইন এবং ভাজা খাবার তার খুব প্রিয়। তার বিশ্বাস নিজেকে ডেস্কে আবদ্ধ রাখার চেয়ে ঘরের বাইরে ঘোরাফেরাই তাকে আজও সচল রেখেছে।
তারা দুজনই বলরুমে নাচতে এবং ভ্রমণে যেতে পছন্দ করেন। প্রিয় স্থানের মধ্যে রয়েছে আলাস্কার কায়াকিং এবং কালিফোর্নিয়ার উপকূলীয় এলাকা।
এ বয়সে বিয়ের ব্যাপারে রোজ বলেন, ‘নিজের জন্য সময় বের কর এবং একে অপরকে জানার চেষ্টা কর। তুমি যা পছন্দ কর তা ওই ব্যক্তির মধ্যে আছে কিনা দেখ। যদি উভয়ে একই মূল্যবোধের অধিকারী হয় তাহলে ক্ষমাশীল ও ধৈর্যশীল হও এবং সময় মতো ভালবাসার কথা জানিয়ে দাও। ’
তারা নিজেরাও এ টিপস অনুসরণ করেছেন এবং ২৮ বছর ধরে প্রেম করেছেন বলে জানান। তাদের প্রথম দেখা হয় একটি নাচের অুনষ্ঠানে।
ফরেস্ট বলেন, এর কারণ হলো তার কখনো ডেস্ক জব ছিল না। তার জন্ম ১৯১১ সালে ইন্ডিয়ানায়। বড় হয়েছেন কানসাসে এবং যৌবন কাটিয়েছেন ফাঁদ পেতে পশু ধরা এবং পশম বিক্রি করার কাজে। পরে তিনি কালিফোর্নিয়ায় চলে আসেন। এখানে তিনি পাইপ ঝালাইয়ের কাজ করেন।
এর আগেও তারা দুজনই বিয়ে করেছিলেন। তবে ১৯৮৩ সালে বলড্যান্সে প্রথম যখন তাদের প্রথম দেখা হয় তখন উভয়েই ছিলেন সঙ্গীহীন।
গত মার্চের ১৯ তারিখে বিয়ের আগে তারা ইংল্যান্ডের অপর বয়সী নবদম্পতি হ্যারি করটন ও এডনা হলফোর্ডের সঙ্গে দেখা করেন। তাদের আগে এরাই ছিলেন সবচেয়ে বেশি বয়সী নবদম্পতি। বিয়ের সময় তাদের যৌথ বয়স ছিল ১৮৩ বছর।
গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড বুকের একজন মুখপাত্র জানান, তারা ফরেস্ট ও রোজের বিষয়টি জানতে পেরেছেন। বিশ্ব রেকর্ডে স্থান দিতে তথ্য যাচাই করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, মে ০৬, ২০১১