ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে বাস খাদে পড়ে নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৯ ঘণ্টা, মে ১২, ২০১৫
ভারতে বাস খাদে পড়ে নিহত ২৪

ঢাকা: ভারত অধ্যূষিত জম্মু-ও কাশ্মীরে অতিরিক্ত যাত্রীবোঝাই বাস পাহাড়ি সড়ক থেকে ছিটকে নিচে পড়ে অন্তত ২৪ জন নিহত এবং ৪৯ জন যাত্রী আহত হয়েছেন।

আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে।



সোমবার অতিরিক্ত যাত্রীবোঝাই করে দুদুলাট্টি এলাকা থেকে উধমপুর যাওয়ার পথে বাসটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে করে বাসটি তিনশ ফুট পাহাড়ি খাদে পড়ে যায়।

নিহতদের মধ্যে ১০ জন পুরুষ, ১২ জন নারী এবং দুইজন শিশু রয়েছে বলে জানিয়েছেন উধমপুরের ডেপুটি কমিশনার ইয়াশা মুডগাল।

তিনি জানান, আহতদের মধ্যে ছয়জনকে হেলিকপ্টারে করে জম্মু সরকারি মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, দুর্ঘটনায় বাসের চালক শ্যাম লালও (৫৫) নিহত হয়েছেন।

এ দুর্ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ০১৪৪ ঘণ্টা, মে ১২, ২০১৫
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।