ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জিসিসি’র সঙ্গে এখনই যুক্তরাষ্ট্রের সামরিক চুক্তি নয়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, মে ১৪, ২০১৫
জিসিসি’র সঙ্গে এখনই যুক্তরাষ্ট্রের সামরিক চুক্তি নয়

ঢাকা: গালফ রাষ্ট্রগুলোর সঙ্গে সামরিক চুক্তির বিষয়টি বাতিল করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষিতেই দেশটি এমন সিদ্ধান্তে গেছে বলে জানা গেছে।



বুধবার (১৩ মে) যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তায় কৌশলগত যোগাযোগ উপদেষ্টা বেন রোডস সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র গালফ কো-অপারেশন কাউন্সিলকে (জিসিসি) সমর্থন ও সহয়তা দিতে বদ্ধ পরিকর। কিন্তু অদূর ভবিষ্যতে কোনো সামরিক চুক্তিতে যাওয়া সম্ভব নয়।

বেন বলেন, মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আমরা সমাধান হিসাবে সামরিক চুক্তির বিষয়টি মোটেই ভাবছি না। ন্যাটো গঠন করতে আমাদের দশকের বেশি সময় লেগেছিল।

মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে এক সম্মেলনে জিসিসি নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বৈঠকের একদিন আগে এমন মন্তব্য করলেন বেন রোডস। বৃহস্পতিবার (১৫ মে) এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৩৪ ঘণ্টা, মে ১৪, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।