ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শীর্ষ ৫০ সন্ত্রাসীর তালিকা প্রকাশ করল ভারত: পাঁচজন পাকিস্তানি সেনা কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, মে ১১, ২০১১
শীর্ষ ৫০ সন্ত্রাসীর তালিকা প্রকাশ করল ভারত: পাঁচজন পাকিস্তানি সেনা কর্মকর্তা

নয়াদিল্লি: ভারত সরকার বুধবার মোস্ট ওয়ান্টেড ৫০ জন সন্ত্রাসীর একটি তালিকা প্রকাশ করেছে। এই শীর্ষ ৫০ সন্ত্রাসীর মধ্যে পাকিস্তানি পাঁচজন সেনাকর্মকর্তার নাম রয়েছে।

সন্ত্রাসীদের সবাই পাকিস্তানে আশ্রয় নিয়েছে বলেও নয়াদিল্লির  অভিযোগ।  পাকিস্তান ও ভারতের বিভিন্ন গণমাধ্যমে এ খবর বেরিয়েছে।
 
ভারতের স্বরাষ্ট্রসচিব জিকে পিল্লাই গত মার্চে পাকিস্তানের স্বরাষ্ট্রসচিব কামারুজ্জামানের কাছে এই পাঁচজনের নামের একটি তালিকা দিলেও তা এখন প্রকাশ করেছে।

গত ২ মে আল কায়েদার প্রধান ওসামা বিন লাদেনকে মার্কিন বিশেষ বাহিনীর গোপন অভিযানে হত্যা করা হয়। এরপর বিশ্বজুড়ে অভিযোগ ওঠে, পাকিস্তানের সরকারি কর্মকর্তাদের মদদে সন্ত্রাসীরা দেশটির অভ্যন্তরে আশ্রয় নিচ্ছে। ঠিক সেই মুহূর্তে ভারত সরকার এই তালিকাটি প্রকাশ করল। এর তালিকাভুক্ত সন্ত্রাসীরা পাকিস্তানেই আশ্রয় নিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

এদিকে, পাকিস্তান ভারতের এ অভিযোগ নাকচ করে দিয়ে বলেছে, তাদের দেশে কোনো সন্ত্রাসী আশ্রয় নেয়নি।

তালিকায় অপরাধ জগতের (আন্ডারওয়ার্ল্ড) শীর্ষ সন্ত্রাসী দাউদ ইব্রাহিম, মুম্বাই হামলার মূল হোতা ও লস্কর-ই-তইয়েবার প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদের নাম রয়েছে।

হাফিজ সাঈদ ভারতে বেশ কয়েকটি হামলার সঙ্গেও জড়িত। তালিকায় আরেক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের প্রধান মৌলানা মাসুদ আজহারের নাম রয়েছে। ২০০১ সালে ভারতের পার্লামেন্টে হামলার ঘটনায় তিনিই মূল হোতা, অভিযোগ ভারতের। ১৯৯৯ সালে কান্দাহারের জিম্মি বিনিময়ের সময় তাকে মুক্তি দেয় ভারত।

পাকিস্তানের অ্যাবোটাবাদে সামরিক প্রশিক্ষণ একাডেমির পাশেই লাদেনের আশ্রয় নেওয়ার ঘটনায় এমনিতেই অস্বস্তিতে রয়েছে ইসলামাবাদ। এই মুহূর্তে এমন একটি তালিকা প্রকাশের ঘটনায় পাকিস্তানের ওপর আরও চাপ বাড়ল।

এই তালিকায় আরও রয়েছে আল কায়েদা কর্মী ইলিয়াস কাশমিরির নাম। তার বিরুদ্ধে বিভিন্ন দেশে অপরাধ সংঘটনের অভিযোগ করেছে। তিনি দাউদ ইব্রাহিমেরও ঘনিষ্ঠ লোক।

এছাড়া রয়েছে মেমন ইব্রাহিম ওরফে টাইগার ইব্রাহিম, শেখ শাকিল ওরফে ছোটা শাকিল, মেমন আইউব আবদুল রাজ্জাক, আনিস ইব্রাহিম কাস্কার শেখ, আনওয়ার আহমেদ হাজি জামাল ও মোহাম্মদ আহমেদ দোসা। এদের সবাই মুম্বাইয়ে সিরিজ বোমা হামলার সঙ্গে জড়িত।

জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের প্রধান সাঈদ সালাউদ্দিন, জম্মু ও কাশ্মীর লিবারেশন ফ্রন্টের প্রতিষ্ঠাতা আমানুল্লাহ খান, পাঞ্জাবের সন্ত্রাসী লাখবির সিং, পরমিত সিং পাঞ্জওয়ার, রণজিৎ সিং ওরফে নীতা ও ওয়াধাওয়া সিঙয়ের নামও তালিকায় রয়েছে।

তালিকায় মুম্বাই হামলার সঙ্গে জড়িতরা হচ্ছেন, সাজিদ মজিদ, মেজর ইকবাল, মেজর সমীর আলি, সৈয়দ আবদুল রেহমান ওরফে পাশা এবং আবু হামজা।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, মে ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।