সিডনি: ভিন্নধারার গণমাধ্যম উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ বুধবার অস্ট্রেলিয়ার শীর্ষ সম্মানজনক সিডনি শান্তি পুরস্কার পেয়েছেন। মানবাধিকার রক্ষার আন্দোলনে অস্বাধারণ অবদান রাখায় তাকে এ পুরস্কার দেওয়া হলো।
বুধবার সিডনি শান্তি ফাউন্ডেশন তাকে স্বর্ণপদক দিয়েছে। অস্ট্রেলিয়ার সাবেক কম্পিউটার হ্যাকার অ্যাসাঞ্জ এ মুহূর্তে ব্রিটেনে রয়েছেন। সুইডেনে তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ রয়েছে। এসংক্রান্ত একটি মামলায় তাকে সুইডেনের কাছে হস্তান্তর করা হবে কি না সে ব্যাপারে আইনী লড়াইয়ে তিনি রয়েছেন।
পুরস্কারটি প্রতি বছর দেওয়ার নিয়ম থাকলেও ফাউন্ডেশনটির ১৪ বছরের ইতিহাসে অ্যাসাঞ্জের আগে মাত্র তিনজন এ পুরস্কার পেয়েছেন। তারা হচ্ছেন, বৌদ্ধধর্মীয় গুরু দালাই লামা, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী অবিসংবাদী নেতা নেলসন ম্যান্ডেলা ও জাপানি বৌদ্ধধর্মীয় নেতা দাইসাকু ইকেদা।
বিশ্বজুড়ে বিভিন্ন সরকারের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতি অ্যাসাঞ্জের দৃঢ় লড়াইয়কে সম্মান জানিয়েছে ফাউন্ডেশনটি। এর পরিচালক স্টুয়ার্ট রিস বলেন, ‘মানুষের জানার অধিকারকে উর্ধ্বে তুলে ধরে উইকিলিকস ও জুলিয়ান অ্যাসাঞ্জ সাংবাদিকতার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে। ’
উইকিলিকস হাজার হাজার গোপন মার্কিন কূটনৈতিক নথি ফাঁস করে বিশ্বজুড়ে হৈ চৈ ফেলে দিয়েছে। আফগানিস্তান ও ইরাক যুদ্ধের ব্যাপারে গোপন নথিও ফাঁস করেছে উইকিলিকস।
সুইডেনের অনুরোধে গত বছর ডিসেম্বরে অ্যাসাঞ্জকে আটক করে লন্ডনের পুলিশ। এ মুহূর্তে তিনি জামিনে রয়েছেন। তাকে সুইডেনের কাছে হস্তান্তর করা হবে কি না আগামী জুলাইয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে ব্রিটেনের একটি আদালত তাকে সুইডেনের হাতে তুলে দেওয়ার পক্ষে রায় দেন।
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, মে ১১, ২০১১