ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে লাদেনের স্ত্রী ও সন্তানদের সঙ্গে কথা বলার অনুমতি দেবে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, মে ১১, ২০১১
যুক্তরাষ্ট্রকে লাদেনের স্ত্রী ও সন্তানদের সঙ্গে কথা বলার অনুমতি দেবে পাকিস্তান

অ্যাবোটাবাদ: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক মঙ্গলবার আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছেন, দেশটি যুক্তরাষ্ট্রকে লাদেনের স্ত্রী ও সন্তানেদের সঙ্গে কথা বলার অনুমতি দেবে।

পাকিস্তানি গোয়েন্দা সংস্থার একটি সূত্র সোমবার জানায়, যুক্তরাষ্ট্র লাদেনের স্ত্রী ও সন্তানদের সঙ্গে কথা বলতে পারবে, লাদেনের স্ত্রীরা যে দেশের নাগরিক সে দেশ যদি তাদের অনুমতি দেয়।

লাদেনের যে তিন স্ত্রী এখন পাকিস্তানের হেফাজতে আছেন, তাদের মধ্যে একজন ইয়েমেনি বংশোদ্ভূত, বাকী দুজন সৌদি আরবের।            

মালিক এমন সময়ে একথা জানালেন, যখন লাদেন হত্যার দেশদুটির মধ্যে টানাপোড়ন চলছিল।

উল্লেখ্য, আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেন ২মে পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরের একটি বাড়িতে মার্কিন কমান্ডো বাহিনীর বিশেষ অভিযানে নিহত হন।

পাকিস্তানের কোন অনুমতি ছাড়াই যুক্তরাষ্ট্র অ্যাবোটাবাদ শহরের ওই বাড়িতে অভিযান চালালে দেশটি তাদের সার্বভৌমত্ব ক্ষুন্ন হয়েছে বলে এতে নাখোশ হয়। আর যুক্তরাষ্ট্র লাদেন এতদিন কীভাবে পাকিস্তানে লুকিয়ে ছিলেন সে জন্য দেশটিকে দোষারোপ করে।           

এরআগে মার্কিন প্রশাসনের তরফ থেকে লাদেনের স্ত্রী ওসন্তানদের সঙ্গে কথা বলার জন্য পাকিস্তানের উপর চাপ প্রয়োগ করা হচ্ছিল।

কিন্তু যুক্তরাষ্ট্র কখন কোথায় লাদেনের স্ত্রী ও সন্তানদের জিজ্ঞাসাবাদ করতে পারবে সে ব্যাপারে বিস্তারিত কোন কিছু জানায়নি।
পেন্টাগনের মুখপাত্র কর্নেল ডেভ লেপান মঙ্গলবার জানান, বিষয়টি নিয়ে  দুইদেশর মধ্যেই আলোচনা চলছে।    

বাংলাদেশ সময়:২০৫৬ ঘণ্টা, মে ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।