ওয়াশিংটন: আল কায়েদার প্রধান ওসামা বিন লাদেনকে পাকিস্তানের অ্যাবোটাবাদের বাড়িতে গোপনে হত্যা করা হয়নি। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার এ মন্তব্য করেছেন।
হোল্ডার বলেন, ‘অভিযানটার লক্ষ্যর ছিল লাদেনকে হত্যা অথবা আটক করা। আর লাদেনে যদি আত্মসমপর্ণ করতেন তাহলে মারা পড়তেন না। ’
তিনি বলেন, ‘নেভি সিলস বাহিনীর সদস্যদের নিরাপত্তার ভাবনা ব্যাপারটা আমাদের মাথায় ছিল সর্বাগ্রে। ’ গত ২ মে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে লাদেনকে হত্যা করা হয়।
হোল্ডার জানান, লাদেনের কাছ থেকে আত্মসমর্পণের স্পষ্ট কোনো বার্তা না পেয়ে বিশেষ বাহিনী ঠিক কাজটাই করেছে। তিনি আরও জানান, তবে ওই ভবনে নেভি সিলস সদস্যদের নিরাপত্তার কথা সবচেয়ে বিবেচ্য বিষয়।
বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, মে ১২, ২০১১