ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ইরাকে বোমা হামলায় নিহত ৪২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৫, আগস্ট ১১, ২০১৫
ইরাকে বোমা হামলায় নিহত ৪২

ঢাকা: ইরাকের পূর্বাঞ্চলীয় প্রদেশ দিয়ালায় পর পর দুটি বোমা হামলায় অন্তত ৪২ জন নিহত হয়েছেন।

সোমবার দিনগত রাতে এ হামলা চালানো হয়।

আইএসআইএস এ হামলার দায় স্বীকার করেছে।

এ বিষয়ে এক সরকারি কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এ অঞ্চলে এত বড় পৈশাচিক হামলা আর হয়নি।

এদিকে, আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ইরাকের প্রাদেশিক রাজধানী বাকুবায় এ হামলা চালানো হয়। ইরাকের রাজধানী বাগদাদ থেকে এ শহর মাত্র ৬০ কিলোমিটার দূরে।

পুলিশ জানায়, প্রথম বাজার এলাকায় একটি গাড়ি বোমা হামলা চালানো হলে অন্তত ৩৫ জন নিহত এবং ৭২ জন আহত হন।

এ ঘটনার পর আইএসআইএস এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করে।  

অপরদিকে, দ্বিতীয় বোমাটি কানান গ্রামে চালানো হয়। সেখানে আবাসিক এলাকায় আত্মঘাতী এক বোমা হামলাকারী হামলা চালালে অন্তত সাতজন নিহত এবং ১৫ জন আহত হন।

এর আগে গত মাসে দিয়ালায় আইএসআইএস বোমা হামলা চালালে ১১৫ ব্যক্তি নিহত হন। এর মধ্যে নারী এবং শিশুও ছিল। সোমবার যে এলাকায় বোমা হামলা চালানো হয়েছে, এ এলাকাগুলো শিয়া অধ্যূষিত।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।