ঢাকা: মঙ্গলবার (১১ আগস্ট) দু’দফায় কেঁপে উঠলো হিমালয়কন্যা নেপাল। ভোর ৪টা ২০ মিনিট ও সকাল ১০টা ২৪ মিনিটে মাঝারি আকারের দু’টি ভূমিকম্প অনুভূত হয়েছে দেশটিতে।
প্রায় সাড়ে তিন মাস আগে শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত হওয়ার পর এদিনের মাঝারি এ কম্পনেও ভীতি ছড়িয়েছে ক্ষত কাটিয়ে উঠতে সংগ্রামরত জনপদটিতে।
নেপালের জাতীয় ভূতাত্ত্বিক অধিদফতর জানায়, ভোরে রাজধানীর কীর্তিপুর এলাকায় অনুভূত ভূমিকম্পটির রিখটার স্কেলে মাত্রা ছিল ৩ দশমিক ৭। আর সকালে রাজধানীর প্রাণকেন্দ্রে অনুভূত ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৩।
দু’দফার কম্পনেই লোকজন ভয়ে ঘর-বাড়ি ছেড়ে উন্মুক্ত প্রাঙ্গণ ও রাস্তায় অবস্থান নেয়।
গত ২৫ এপ্রিল ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে হিমালয় পাদদেশের দেশটিতে ৯ হাজার মানুষের মৃত্যু হয়। লণ্ডভণ্ড হয়ে যায় পর্যটকদের আকর্ষণের দেশটির অনিন্দ্য সুন্দর স্থাপনাগুলো। এখনও দেশটির অসংখ্য মানুষ খোলা আকাশের নিচে বসবাস করছে।
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
এইচএ/