ঢাকা: লিবিয়ার আন্তর্জাতিক স্বীকৃত সরকারের প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আল-থানি পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার (১১ আগস্ট) এক টেলিভিশন চ্যানেলে লাইভ সাক্ষাৎকার অনুষ্ঠানে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন।
এসময় তিনি বলেন, যদি আমার চলে যাওয়াটাই সমাধান হয়ে থাকে, তাহলে এখানেই আমার পদত্যাগের ঘোষণা দিলাম। আগামী রোববার (১৬ আগস্ট) সংসদে আমি আমার পদত্যাগপত্র দাখিল করবো।
এর আগে, লিবিয়ায় ঐক্যমতের সরকার গঠন করতে মঙ্গলবার জাতিসংঘের উদ্যোগে জেনেভায় নতুন করে এক শান্তি আলোচনা শুরু হয়েছে। এতে ত্রিপলিভিত্তিক সরকারের প্রতিনিধিরাও যোগ দিয়েছেন।
গত বছর ইসলামিক বিদ্রোহী গোষ্ঠীগুলোর জোট রাজধানী ত্রিপলি দখল করে নিলে, আল-থানির আন্তর্জাতিক স্বীকৃত সরকার পূর্বাঞ্চলীয় বন্দরনগরী তবরুক থেকে কার্যক্রম পরিচালনা শুরু করে।
২০১১ সালে সাবেক শাসক মোয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই লিবিয়ায় বিদ্রোহ শুরু হয়। দিনে দিনে এ বিরোধ চরমে ওঠে। এরই ধারায় বর্তমানে দেশটিতে দু’টো সরকার পরিচালিত হচ্ছে। এর একটি বিদ্রোহীদের গঠন করা ত্রিপলিভিত্তিক সরকার, অপরটি তবরুকভিত্তিক আন্তর্জাতিক স্বীকৃত লিবিয়ার সরকার।
বাংলাদেশ সময়: ০৭৩১ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
আরএইচ