ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ওয়াজিরিস্তানে পাক সামরিক হামলায় ৪০ জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
ওয়াজিরিস্তানে পাক সামরিক হামলায় ৪০ জঙ্গি নিহত

ঢাকা: আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৪০ জঙ্গি নিহত হয়েছে।

পাক সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগের (‌আইএসপিআর) এক বিবৃতির বরাত দিয়ে রোববার এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।



বিবৃতিতে জানানো হয়, উত্তর ওয়াজিরিস্তানের শাওয়াল উপত্যকায় ‘অপারেশন জার্ব-ই-আযাব’-এর অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।

আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানি এলাকা থেকে তালেবান জঙ্গিদের উৎখাতে এ অভিযান পরিচালিত হচ্ছে। ২০১৪ সালের জুন মাসে করাচিতে জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে তালেবান হামলার পর এ অভিযান শুরু করে পাকিস্তানের সামরিক বাহিনী।

শাওয়াল উপত্যকাকে পাকিস্তানি তালেবান নেতা গুল বাহাদুর ও আল কায়েদা জঙ্গিদের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচনা কর ‍হয়। মার্কিন সামরিক বাহিনীর নজরদারিতেও রয়েছে এই এলাকা। চলতি বছর বেশ কয়েকবার এই এলাকায় ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র। এসব হামলায় বেশ কয়েকজন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
আরএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।