ঢাকা: ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রয়াত স্ত্রী শুভ্রা মুখার্জির শেষকৃত্য সম্পন্ন হয়েছে। দিল্লির লোদি রোডের শ্মশানে বৈদ্যুতিক চুল্লিতে বুধবার (১৯ আগস্ট) সকালে তার দাহ সম্পন্ন হয় বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।
শেষকৃত্য অনুষ্ঠানে প্রণব মুখার্জি, তাদের তিন সন্তান শর্মিষ্ঠা, অভিজিৎ, ইন্দ্রজিৎ ছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির লেফটেন্যান্ট গর্ভনর নাজিব জং, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
এর আগে স্থানীয় সময় সকাল ১০টায় শুভ্রা মুখার্জির শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শুরু হয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) নয়াদিল্লির একটি সামরিক হাসপাতালে (আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারেল) চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টা ৫১ মিনিটে মৃত্যু হয় তার। এ সময় শুভ্রার বয়স হয়েছিল ৭৫ বছর।
শ্বাসজনিত রোগে অসুস্থ হয়ে পড়লে গত ৭ আগস্ট স্থানীয় সময় সন্ধ্যায় শুভ্রা মুখার্জিকে নয়াদিল্লির আর্মি হসপিটালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রেই (আইসিইউ) ছিলেন।
মৃত্যুর পর পরিবার ও স্বজনদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য ওইদিন বিকেল ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তার মরদেহ রাষ্ট্রপতি ভবনে রাখা হয়। এরপর মরদেহ ছেলে অভিজিৎ মুখার্জির ১৩ তালকাটরা রোডের বাসভবনে নেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
জেডএস
** দিল্লিতে বৈঠক হচ্ছে হাসিনা-মোদির
** শুভ্রা মুখার্জির কফিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
** প্রণব মুখার্জিকে সমবেদনা শেখ হাসিনার
** শুভ্রা মুখার্জির শেষকৃত্যে যোগ দিতে দিল্লিতে প্রধানমন্ত্রী (আপডেটেড)
** দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী