ঢাকা: সিরিয়ার ঐতিহ্যবাহী প্রাচীন নগরী পালমিরার এক প্রত্নতত্ত্ববিদকে হত্যা করেছে ইরাক ও সিরিয়ার বিশাল অংশ দখল করে কথিত ‘খিলাফত’ কায়েমকারী জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
বুধবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়।
পালমিরা নগরীকে সিরিয়ার একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও প্রাচীন নিদর্শন হিসেবে বিবেচনা করা হয়। গত মে মাসে সিরিয়ার বাশার বাহিনীকে হটিয়ে শহরটি দখল করে নেয় আইএস জঙ্গিরা।
পালমিরার প্রাচীন নিদর্শন জাতিসংঘের ইতিহাস ও ঐতিহ্য সংস্থা ইউনেসকো’র ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ।
পালমিরার দখল নেওয়ার পর প্রত্নতত্ত্ববিদ খালেদ আসাদকে জিম্মি করে আইএস। ৮২ বছর বয়সী এই প্রত্নতত্ত্ববিদের পরিবার বলছে, আইএসের জঙ্গিরা তাঁর শিরশ্ছেদ করেছে।
পরিবারের বরাত দিয়ে সিরিয়ার পুরাতত্ত্ব বিভাগের প্রধান মামুন আব্দুল করিম এই তথ্য জানিয়েছেন।
মামুন আব্দুল করিম বলেন, আসাদের পরিবার তাঁকে জানিয়েছে, এই প্রত্নতত্ত্ববিদকে হত্যা করে তাঁর লাশ পালমিরার প্রধান নগর প্রাঙ্গণের একটি স্তম্ভে ঝুলিয়ে রাখা হয়েছে।
৫০ বছরের বেশি সময় ধরে পালমিরা নিয়ে কাজ করেছেন আসাদ। তিনি সেখানকার প্রাচীন ধ্বংসাবশেষের প্রধান রক্ষণাবেক্ষণকারী ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
আরআই