ঢাকা: চীনের একটি কাগজের কারখানায় বিষাক্ত রাসায়নিক মিশ্রিত দ্রব্য ফেলতে গিয়ে দুর্ঘটনায় সাত শ্রমিকের মৃত্যু হয়েছে।
প্রথমে এক শ্রমিক রাসায়নিক মিশ্রিত দ্রব্য নির্দিষ্ট স্থানে ফেলতে যান।
চীনের হুনান প্রদেশের এক কাউন্টিতে শুক্রবার কাগজের মিলে এ দুর্ঘটনা ঘটে বলে প্রদেশ কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়।
বিবৃতিতে জানানো হয়, পরিত্যক্ত কাগজের মণ্ড ফেলার ফেলার সময় বিষাক্ত গ্যাসে সাত শ্রমিকের মৃত্যু হয়েছে।
এর আগে তিয়ানজিন প্রদেশে এক কারখানায় বিষাক্ত গ্যাসের বিস্ফোরণে ১৪৫ জনের মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ স্থানীয় ১১ জন কর্মকর্তাকে আটক করে। এ ছাড়া অনেক কর্মকর্তাকে কর্তৃপক্ষ বহিষ্কােও করে।
শুক্রবারের কাগজের মিলে দুর্ঘটনার আর কোনো বিস্তারিত বিবরণ দেয়নি হুনান প্রদেশ কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
এবি