ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্যাটেলদের কোটা অধিকার আন্দোলনের নেতা হার্দিক আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
প্যাটেলদের কোটা অধিকার আন্দোলনের নেতা হার্দিক আটক

ঢাকা: কোটা অধিকারের দাবিতে প্যাটেল সম্প্রদায়ের আন্দোলনকে নেতৃত্ব দেওয়া হার্দিক প্যাটেলকে আটক করেছে গুজরাট পুলিশ। সেই সঙ্গে আটক করা হয়েছে তার আরও অন্তত অর্ধশত সমর্থককে।



শনিবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে সুরাটে এক বিক্ষোভ মিছিল করার চেষ্টাকালে তাদের আটক করা হয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) হার্দিক ‘একতা যাত্রা’ শীর্ষক এই মিছিলের অনুমতি চেয়ে আবেদন করলে তা প্রত্যাখ্যান করে প্রশাসন। তা সত্ত্বেও তিনি এটি বের করার চেষ্টা করেন।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, শনিবার সকালে অর্ধশত সমর্থক নিয়ে হার্দিক প্যাটেল সরদার প্যাটেলের মূর্তিতে মাল্যদান করেন। এরপর তারা মিছিল শুরু করেন। এসময় তাদের আটক করা হয়।

এর আগে গত আগস্ট মাসে ২২ বছর বয়সী হার্দিকের নেতৃত্বে কোটা অধিকারের দাবিতে আন্দোলনে নামে গুজরাটের প্যাটেল সম্প্রদায়।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।