ঢাকা, বৃহস্পতিবার, ১ কার্তিক ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

ইয়েমেনে ওমানের রাষ্ট্রদূতের বাসভবনে হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৯, সেপ্টেম্বর ১৯, ২০১৫
ইয়েমেনে ওমানের রাষ্ট্রদূতের বাসভবনে হামলা ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানী সানায় ইয়েমেনে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূতের বাসভবনে বোমা হামলার ঘটনা ঘটেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এ হামলার ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়েছেন কি না, সে ব্যাপারে কিছু জানানো হয়নি।

তীব্র নিন্দা জানিয়ে ওই বিবৃতিতে ওমান পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, এ হামলার ফলে কূটনৈতিক এলাকা নিরাপদ রাখার ব্যাপারে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘণ হয়েছে।

তবে কাদের বোমা ওমানের রাষ্ট্রদূতের বাসভবনে আঘাত হেনেছে, সে ব্যাপারেও পরিষ্কার করে কিছু জানানো হয়নি বিবৃতিতে।

২০১৪ সালে শিয়াপন্থি হুথি বিদ্রোহী ও সাবেক প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহের অনুগত বাহিনীর সদস্যরা রাজধানী সানা দখল করে নেয়। তাদের তাড়া খেয়ে সেখান থেকে পালিয়ে প্রথমে বন্দর নগরী আদেন ও পরে সৌদি আরবে আশ্রয় নেন দেশটির আন্তর্জাতিক স্বীকৃত প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদি ও তার মন্ত্রিপরিষদের সদস্যরা।

চলতি বছর ২৬ মার্চ থেকে ইয়েমেনে সন্ত্রাস বিরোধী অভিযানের অংশ হিসেবে বিমান হামলা শুরু করে সৌদি আরবের নেতৃত্বে আরব রাষ্ট্রগুলোর যৌথবাহিনী। জবাবে বিদ্রোহীরাও তাদের বিরুদ্ধে লড়াই শুরু করে।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।