ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নেতানিয়াহুর অভিযোগ উড়িয়ে দিলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
নেতানিয়াহুর অভিযোগ উড়িয়ে দিলেন পুতিন ছবি: সংগৃহীত

ঢাকা: ইসরায়েলের বিরুদ্ধে সিরিয়া ও ইরান ষড়যন্ত্রে লিপ্ত বলে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অভিযোগ উড়িয়ে দিয়েছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পরমাণু চুক্তি প্রক্রিয়ার সময় থেকেই এ ব্যাপারে অভিযোগ করে আসছে ইসরায়েল।



মস্কো সফররত বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকের পর টেলিভিশনে দেওয়া বক্তৃতায় পুতিন বলেন, আমরা জানি এবং বুঝি যে, সিরীয় সেনাবাহিনী ও সিরিয়া কখনোই এ ধরনের ষড়যন্ত্রের মধ্যে নেই। দেশটি নিজের সমস্যা সমাধানেই সবসময় ব্যতিব্যস্ত।

ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী সিরিয়ায় রাশিয়ান সেনা উপস্থিতি ও কার্যক্রমের ব্যাপারেও উদ্বেগ প্রকাশ করেন। বৈঠকে দুই নেতার সঙ্গে তাদের নিজ নিজ দেশের সেনা ও গোয়েন্দা প্রধানরাও যোগ দেন।

নেতানিয়াহু পুতিনকে বলেন, হিজবুল্লাহ, লেবানিজ মুভমেন্ট ও প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বাহিনীকে কেউ যাতে সামরিক সহায়তা না দেয়, সে ব্যাপারে ইসরায়েল সবসময়ই তৎপর রয়েছে।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।