ঢাকা: তাইওয়ান উপকূলের কাছাকাছি পৌঁছেছে সুপার টাইফুন ‘দুজুয়ান’। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলেই সুপার টাইফুনে পরিণত হওয়া ‘দুজুয়ান’ গতিপথে শক্তি সঞ্চয় করছে বলে জানিয়েছে তাইওয়ান ওয়েদার ব্যুরো।
সোমবার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১টায় এটি দেশটির পূর্ব উপকূলে আঘাত হানতে পারে। টাইফুনের প্রভাবে ইতোমধ্যে পর্যটকসহ বহু মানুষকে উপকূল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
এছাড়া এর প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে ওয়েদার ব্যুরো। সোমবার সকালে পূর্বাঞ্চলীয় উপকূল হুয়ালিয়ান থেকে ২৭০ কিলোমিটার দূরে অবস্থান করছিল দুজুয়ান।
এদিকে, হংকং অবজারভেটরি বলছে, ঘণ্টায় ২২৭ কিলোমিটার (১৪১ মাইল) বেগে আঘাত হানবে টাইফুন দুজুয়ান। দুপুরের পর থেকে এটি শক্তিশালী হতে থাকবে।
টাইফুনের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কায় সোমবারও বহু মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার কথা বলেছে কর্তৃপক্ষ।
তাইওয়ানে আঘাতের পর এটি জাপানের ইশিগাকি দ্বীপ দিয়ে অতিক্রম করবে। এছাড়া মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এটি চীনের মূল ভূ-খণ্ডেও আঘাত হানবে।
গত মাসে টাইফুন ‘সুদেলর’ বেশ তাণ্ডব চালায় দেশটিতে।
বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
জেডএস