ঢাকা: ফিলিপাইনের একটি প্রাদেশিক কারাগারে অগ্নিকাণ্ডের ঘটনায় নয় কারাবন্দি নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন এক জন।
শুক্রবার (০৯ অক্টোবর) দেশটির কারা কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ তথ্য জানায়। তবে প্রাথমিকভাবে এ অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
দেশটির বিচার মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে ৬২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলে লেতে দ্বীপে ওই প্রাদেশিক কারাগারের অবস্থান। বৃহস্পতিবার কারগারটিতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
দেশটির বিচার বিভাগের সচিব লেইলা ডি লিমা বলেন, নিহতদের মধ্যে বেশির ভাগ কারাবন্দিদের মানসিক সমস্যা থাকায় তারা বিশেষ কারাগারে বন্দি ছিলেন।
স্থানীয় আবুয়েজ শহরের ডেপুটি পুলিশ চিফ কনসট্যানটিনো প্যাডরোসা বলেন, অগ্নিকাণ্ডের পর আট ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি, কারণ অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে।
তিনি বলেন, কারাগারটিতে ৫শ’ কয়েদির ধারণ ক্ষমতা ছিল। কিন্ত অগ্নিকাণ্ডের সময় সেখানে এক হাজার ২৫৬ কয়েদি ছিলেন। দেশটির কারাগারে অতিরিক্ত কয়েদি থাকা স্বাভাবিক ঘটনা বলেও জানান তিনি।
এ অগ্নিকাণ্ডের ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তিনি বলতে পারেননি। তবে দোষী কারাবন্দিরা হত্যা এবং অন্যান্য মারাত্মক অপরাধের আসামি বলে নিশ্চিত করেন ওই পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৫ (আপডেট: ১৩৫০ ঘণ্টা)
টিআই