ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাবুলে বিদেশি সেনাবহরে বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
কাবুলে বিদেশি সেনাবহরে বোমা হামলা ছবি: সংগৃহীত

ঢাকা: আফগানিস্তানের রাজধানী কাবুলে বিদেশি সৈন্যদের একটি গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। এতে বেশ কিছু লোকের হতাহতের খবর জানানো হয়েছে।

তবে তা নির্দিষ্ট করা হয়নি।

রোববার (১১ অক্টোবর) স্থানীয় সময় সকালে কাবুলের জুই-ই-শির নামক জনবহুল অংশে এ হামলা চালানো হয়।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র নাজিব দানিশ জানান, বিদেশি সৈন্যদের বহরটি জুই-ই-শির দিয়ে যাওয়ার সময় বোমা হামলা চালানো হয়। এতে সেনাদের বহনকারী গাড়ি ও পাশের বেসামরিক গাড়িগুলোও ক্ষতিগ্রস্ত হয়। হামলায় কিছু লোক হতাহত হয়েছে।

স্থানীয়রা জানান, তৎক্ষণাৎ নিরাপত্তাকর্মী এবং মেডিকেল টিমের সহায়তায় হতাহতদের নিকটস্থ হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়।

বরাবরই তালেবানরা এ ধরনের হামলা চালিয়ে এলেও রোববারের ঘটনার দায় স্বীকার করেনি কোনো পক্ষ।
 
আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর অভিযান শেষ হয়েছে গতবছরই। তবে, এখনও দেশটিতে কিছু বিদেশি সৈন্য স্থানীয় বাহিনীর সহযোগিতার্থে ‘নন-কমব্যাট  মিশনে’ রয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
আরএইচএস/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।