ঢাকা: ইসলামিক স্টেটের প্রধান ও কথিত ‘খলিফা’ আবু বকর আল বাগদাদির গাড়িবহরে হামলা চালানোর দাবি করেছে ইরাকি সামরিক বাহিনী। ইরাকের সিরীয় সীমান্তবর্তী স্থানে এ হামলা চালানো হয় বলে দাবি করেছে তারা।
রোববার ইরাকের ‘ওয়ার মিডিয়া সেল’ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, আইএস নেতাদের এক বৈঠকে যোগ দিতে ইরাকের কারাবলা যাওয়ার পথে বাগদাদির গাড়িবহরে বিমান হামলা চালানো হয়।
সাধারণত আইএস এর বিরুদ্ধে যুদ্ধে ইরাকি বাহিনীর অগ্রগতির বিষয়ে ইরাকের স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষে বিবৃতি প্রকাশ করা হয় এই মিডিয়া সেল থেকে।
কারাবলা ইউফ্রেটিস নদীর তীরে অবস্থিত। স্থানটি সিরীয় সীমান্ত থেকে ৫ কিলোমিটার দূরে অবস্থিত। তবে কখন এই হামলা চালানো হয়েছে তা নিশ্চিত করা হয়নি ওই বিবৃতিতে।
বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
আরআই