ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সাবেক মেক্সিকান গভর্নর গুলিবিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
সাবেক মেক্সিকান গভর্নর গুলিবিদ্ধ প্রতীকী ছবি

ঢাকা: মেক্সিকোর পশ্চিমাঞ্চালের কলিমা রাজ্যের সাবেক গভর্নর‍ ফারনানদো মোরিনা প্যানা গুলিবিদ্ধ হয়েছেন। তবে তিনি আশঙ্কামুক্ত বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।



মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে দেশটির জন নিরাপত্তা বিভাগের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

জন নিরাপত্তা বিভাগের একজন মুখপাত্র জানান, সোমবার সকালে একটি হোটেলে তিনি নাস্তা করতে যান। এ সময় দু’জন ব্যক্তি হোটেলে ঢুকে তাকে গুলি করে দ্রুত সটকে পড়েন।

আহত মোরিনা প্যানা ইনস্টিটুউশনাল রেভুলেশনারি পার্টির (পিআরআই) সদস্য। তাকে আপরেশনের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।  

পিআরআই’র প্রেসিডেন্ট ম্যানিলো ফ্যাবিয়ো বিলট্রোনস এ হামলায় জড়িতদের খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন।

এর আগে ২০১০ সালে কলিমা রাজ্যের অন্য সাবেক গভর্নর সিলভেরিয়ো কাভাজোস গুলিবিদ্ধ হয়ে মারা যান।

ফারনানদো মোরিনা প্যানা ১৯৯৭ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত কলিমা রাজ্যের গভর্নর ছিলেন। একই সঙ্গে তিনি কলিমা বিশ্ববিদ্যালয়ের ডিনেরও দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ০৭১২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।