ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানের সিন্ধুতে গ্যাস উত্তোলনে অস্ট্রীয় কোম্পানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
পাকিস্তানের সিন্ধুতে গ্যাস উত্তোলনে অস্ট্রীয় কোম্পানি ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রিয়ার ভিয়েনা ভিত্তিক অন্যতম তেল-গ্যস উত্তোলন কোম্পানি ওএমভি পাকিস্তানের সিন্ধুতে গ্যাস উত্তোলন করবে। তারা সিন্ধুর লতিফ এক্সপ্লোরেশন ব্লকে গ্যাসের মজুদ পেয়েছে বলে জানিয়েছে।



মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে এমনই খবর প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো।

ওএমভি’র এক বিবৃতিতে বলা হয়েছে, ওই গ্যাসক্ষেত্র থেকে ২,৫০০ ব্যারেল তেলও সংগ্রহ করা যাবে।

প্রতিষ্ঠানটির বোর্ড সদস্য (উত্তোলন ও উৎপাদন) জোহান প্লাইনিনজার বলেন, আমরা বেশ আনন্দিত অন্বেষন সাফল্যে। তিনি আশা প্রকাশ করেন, এখানকার উৎপাদন পকিস্তানের উন্নয়নে কাজে আসবে।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।