ঢাকা: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে তালেবান যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে সীমান্তরক্ষী পুলিশের অন্তত ২৯ সদস্য নিহত হয়েছেন।
হেলমান্দের নওজাদ জেলার একটি দুর্গম এলাকায় তিন দিনব্যাপী লড়াইয়ের পর বুধবার (১৪ অক্টোবর) তাদের হত্যা করে জঙ্গিরা।
হেলমান্দের প্রাদেশিক পরিষদের সদস্য বশির আহমদ শাকির সংবাদমাধ্যমকে বলেন, নওজাদ জেলায় প্রায়ই হামলা করে জঙ্গিরা। তারই ধারাবাহিকতায় তিন দিন ধরে সীমান্তরক্ষী পুলিশের ওপর হামলা চালাতে থাকে তালেবানরা। শেষ পর্যন্ত আমাদের ২৯ সীমান্তরক্ষী পুলিশকে মেরে ফেললো তারা।
তিনি বলেন, সীমান্তরক্ষী পুলিশের ওপর হামলা চালানোর পর খবর দেওয়া হলেও অতিরিক্ত বাহিনী ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। নতুবা এ পুলিশরা বেঁচে যেতেন। তালেবানরা বেশ কিছু গাড়ি ও অস্ত্র সরঞ্জাম নিয়ে গেছে।
এ হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছেন তালেবানদের মুখপাত্র ক্বারী ইউসুফ আহমাদী।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
এইচএ/