ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

স্লোভেনিয়ায় পৌঁছেছে শরণার্থীবাহী প্রথম বাসটি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
স্লোভেনিয়ায় পৌঁছেছে শরণার্থীবাহী প্রথম বাসটি ছবি: সংগৃহীত

ঢাকা: শরণার্থী ঠেকাতে ক্রোয়েশিয়ার সঙ্গে হাঙ্গেরির দক্ষিণ সীমান্ত দরজা বন্ধের পর স্লোভেনিয়ার দিকে ধাবিত হতে শুরু করেছে তাদের স্রোত। এরই মধ্যে দেশটিতে শরণার্থীদের প্রথম বাসটি পৌঁছেও গেছে।

 

স্লোভেনীয় পুলিশের এক মুখপাত্রের বরাত দিয়ে শনিবার (১৭ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।

পুলিশের ওই মুখপাত্র জানান, বাসটি ক্রোয়েশিয়া সংলগ্ন সীমান্ত পার করেছে। এখন শরণার্থীদের নিবন্ধন চলছে।

ক্রোয়েশিয়ার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ থাকায় বাসে চেপে শরণার্থীরা স্লোভেনিয়ায় যাচ্ছেন বলে জানান এ কর্মকর্তা। তবে প্রথম বাসটিতে কতজন ছিলেন তা জানাতে পারেননি তিনি।

সার্বিয়ার পর শুক্রবার (১৬ অক্টোবর) রাতে ক্রোয়েশিয়ার সঙ্গেও সীমান্ত দরজা বন্ধ করে দেয় হাঙ্গেরি। এ ঘটনার পরপরই শরণার্থীদের স্লোভেনিয়ার দিকে পাঠানোর সিদ্ধান্ত নেয় ক্রোয়েশিয়া।

** শরণার্থী ঠেকাতে সীমান্ত দরজা বন্ধ করলো হাঙ্গেরি

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
আরএইচএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।