রিয়াদ: ইয়েমেনের প্রেসিডেন্ট আলি অবদুল্লাহ সালেহর বুকে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সৌদিআরবের রাজধানী বিয়াদের সেনাবাহিনীর একটি হাসপাতালে তার এই অস্ত্রোপচার হয়।
গত শুক্রবার আদিবাসী বিদ্রোহী নেতাদের রকেট হামলায় প্রেসিডেন্ট সালেহর বুক ও মুখের কিছু অংশ পুড়ে যায়। এসময় তিনি প্রেসিডেন্সিয়াল কম্পাউন্ডের পাশে তার কর্মকর্তাদের সঙ্গে নামায পড়ছিলেন। এই হামলায় ১১ জন রক্ষী নিহত হয় এবং ৮ জন কর্মকর্তা আহত হয়। আহত হবার একদিন পরেই তিনি চিকিৎসার জন্য স্বপরিবারে সৌদিআরবে চলে যান।
প্রেসিডেন্ট সালেহ চিকিৎসার জন্যে সৌদিআরব যাওয়ায় সংবিধান অনুযায়ী দেশটির ভাইস প্রেসিডেন্ট আবদেল-রাব্বু মানসুর হাদি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে সালেহর দেশ ছাড়ার ঘটনাকে সেদেশের তরুন বিক্ষেভকারীরা দেখছেন সরকার পতন হিসেবে। চিকিৎসা শেষ হলেও সালেহকে দেশে ফিরতে দেয়া হবে না বলে ঘোষনা দিয়েছে আদিবাসী বিদ্রোহী নেতারা।
দুসপ্তাহ ধরে ইয়েমেনের রাজধানী সানায় চলমান সংঘর্ষে অন্তত ২০০ জন মারা গেছে।
বাংলাদেশ সময়: ১২১০ ঘন্টা, ০৬ জুন, ২০১১