ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রামদেবকে কেন উচ্ছেদ করা হলো: ভারতীয় সুপ্রিম কোর্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, জুন ৬, ২০১১
রামদেবকে কেন উচ্ছেদ করা হলো: ভারতীয় সুপ্রিম কোর্ট

নয়াদিল্লী : রামদেবকে কেন রামলীলা থেকে উচ্ছেছ করা হলো সেজন্য সরকারের কাছে জবাব চেয়েছে ভারতীয় সুপ্রিম কোর্ট। গত শনিবার রাতে দুর্নীতি এবং কালো টাকার বিরুদ্ধে অনশনরত রামদেব এবং তার অনুসারীদের উপর চড়াও হয় দিল্লী পুলিশ।

গত শনিবার দুর্নীতি এবং কালো টাকার বিরুদ্ধে রামদেব এবং তার ৬৫ হাজার অনুসারী অনশন করছিলেন। ওইদিন মধ্যরাতে অনশনকারীদের উপর অতর্কিতে পুলিশ এবং র‌্যাপিড এ্যাকশন ফোর্স হামলা চালায়। এই হামলায় প্রায় ৬৫ জন গুরুতর আহত হন এবং রামদেবকে দিল্লীর বাইরে উত্তরখণ্ডে বিমানযোগে নিয়ে যাওয়া হয়। রামদেবকে আগামী ১৫ দিনের জন্য দিল্লীতে নিষিদ্ধ করেছে দিল্লী পুলিশ।      

সরকারের প্রতি সুপ্রিম কোর্টের চাওয়া জবাবের প্রেক্ষিতে হরিদ্বারে অবস্থানরত রামদেব বলেন, “এর ফলে আদালতের প্রতি জনগনের বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠিত হবে। ”

প্রধান বিরোধী দলগুলো এবং বিভিন্ন সংগঠন গত শনিবারের এই হামলাকে ‘গণতন্ত্রের হত্যা’ বলে অভিহিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘন্টা, ০৬ জুন, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।