বাগদাদ: ইরাকের মধ্যাঞ্চলে এবং তিকরিতে পৃথক হামলায় সোমবার পাঁচ মার্কিন সেনাসহ ১৭ জন নিহত হয়েছে। মার্কিন সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।
এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা না গেলেও ইরাকি সূত্রগুলো জানায়, বাগদাদের কাছে ভিক্টোরি ক্যাম্প নামক জায়গায় একটি রকেট হামলায় ওই পাঁচ মার্কিন সেনা নিহত হয়।
ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে আগস্টে ইরাকে যৌথ অভিযান প্রত্যাহার করেছে। প্রায় ৫০ হাজারের কাছাকাছি মার্কিন সেনা ইরাক থেকে চলে গেছে।
মার্কিন সেনা হতাহতের ঘটনা খুবই বিরল। জানুয়ারিতে একটি প্রশিক্ষণ চলাকালে একজন ইরাকি সেনা গুলি চালালে দুজন মার্কিন সেনা নিহত হয়।
মার্কিন সেনারা এখন জঙ্গি দমনে ইরাকি সেনাবাহিনীর সহযোগী এবং পরামর্শক হিসেবে কাজ করে।
ইরাক অভিযানে সেনাসহ এ পর্যন্ত মার্কিন নিহত নাগরিকের সংখ্যা ৪৪৫৯ জন।
এদিকে, সাদ্দাম হোসেনের জন্ম শহর তিরকিতে একটি আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত এবং ১৯জন আহত হয়েছে। পুলিশ এ তথ্য জানিয়েছে।
সাদ্দাম হোসেনের ব্যবহৃত একটি বাড়ি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এটি এখন নিরাপত্তা বাহিনীর অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে।
স্থানীয় প্রাদেশিক পরিষদ প্রধানের গণমাধ্যম উপদেষ্টা হাসান আবদুল্লাহ বার্তা সংস্থা রয়টার্সকে জানান, নিহতদের মধ্যে একজন কর্নেলসহ কয়েকজন সেনাকমকর্তা রয়েছেন।
তিরকিতের একটি মসজিদ এবং হাসপাতালে হামলার তিনদিন পর সোমবারে আবার এই হামলার ঘটনা ঘটল। আগের হামলায় ২১ জন প্রাণ হারিয়েছিল।
বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা জুন ০৬, ২০১১