দামেস্ক: সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিসর আল-শুঘুর শহরে সহিংসতা সরকারি প্রতিরক্ষা বাহিনীর ১২০ জন সদস্য নিহত হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে। সোমবার বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর বেরিয়েছে।
এর আগে সংবাদমাধ্যমগুলো ৮০ জন নিরাপত্তা নিহত বলে খবর প্রচার করে।
খবর বেরিয়েছে, সশস্ত্র গোষ্ঠীর আততায়ী গুলিতে ২০ জন পুলিশ নিহত এবং পৃথক ঘটনায় শহরে বন্দুকধারীদের সঙ্গে সংঘর্ষে আরও বহু পুলিশ সদস্য নিহত হয়েছে।
চলতি বছর মার্চে প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হওয়ার পর এটাই সবচেয়ে ভয়াবহ ঘটনা বলে সরকারি কর্মকর্তারা স্বীকার করেছে।
রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, এর আগের দিন একই শহরে পুলিশসহ ৩৫ জন মানবাধিকার কর্মী নিহত। জিসর আল-শুঘুর শহরটি তুরস্কের সীমান্তের কাছে।
সিরিয়া বিদেশি গণমাধ্যম নিষিদ্ধ খবরটি নিয়ে বিস্তারিত প্রকাশ করা সম্ভব হয়নি। তবে সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম শার বলেন, সরকার এ হামলার শক্ত জবাব দেবে।
রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, সরকারি ভবনগুলো হামলা চালিয়ে বন্দুকধারীরা সেগুলোতে আগুন ধরিয়ে দেয়। এতে বলা হয়েছে, জিসর আল-শুঘুরে কয়েক শ বন্দুকধারী হালকা আগ্নেয়াস্ত্র, গ্রেনেড ও বিস্ফোরক দ্রব্য দিয়ে হামলা চালায়। হামলাকারীরা আততায়ী বেশে আক্রমণ করলে সঙ্গে সঙ্গে ২০ জন পুলিশ নিহত হয়।
শহরের ডাকঘরে আরেকটি বোমা হামলার ঘটনায় আরও ৩৭ জন নিহত হয়। অন্যরা শহরে সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছে।
সহিংসতার শিকার পুলিশের একটি দল নাগরিকদের উদ্ধার করতে যাওয়ার পথে এ হামলার ঘটনা ঘটে। একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা সানা জানিয়েছে, যে বাড়ি থেকে গুলি ছোড়া হয়েছিল সেই বাড়িটি পুলিশ ঘিরে রেখেছে।
বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, জুন ০৭, ২০১১