ঢাকা, শনিবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

অভিযোগ অস্বীকার দমিনিক স্ত্রস কানের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৪৮, জুন ৭, ২০১১
অভিযোগ অস্বীকার দমিনিক স্ত্রস কানের

নিউইয়র্ক: একজন হোটেল পরিচারিকার আনা ধর্ষণ চেষ্টা ও যৌন হয়রানির অভিযোগ স্পষ্ট ভাষায় নাকচ করেছেন দমিনিক স্ত্রন কান।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক প্রধান স্ত্রস কান নিউইয়র্কের এক বাড়িতে গৃহবন্দী রয়েছে।

যৌন হয়রানির অভিযোগে গত ১৪ মে তাকে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে পুলিশ।

ফ্রান্সের প্রেসিডেন্ট প্রার্থী স্ত্রস কানকে আগামী ১৮ জুলাই আবারও হাজির করা হবে।

ম্যানহাটন ফৌজদারি আদালতে সোমবার তিনি দৃঢ়তার সঙ্গে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ নাকচ করেছেন। এসময় পাশে ছিল তার আইনজীবীর দল ও স্ত্রী অ্যান সিক্লেয়ার।

স্ত্রস কানের আইনজীবীরা জানান, যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ অভিযোগের পক্ষে যেসব তথ্যপ্রমাণ হাজির করেছে সেগুলো মূল্যায়ন করতে ছয় সপ্তাহ সময় লাগবে। পরিচারিকার কাপড়ের ডিএনএ নমুনার সঙ্গে স্ত্রস কানের ডিএনএর মিল পাওয়া গেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, কানের আইনজীবীরা এই যুক্তি উত্থাপন করবেন যে পারস্পরিক সম্মতি নিয়েই যৌনসম্পর্ক স্থাপিত হয়েছিল।

শুনানির উপস্থিত ছিলেন মার্কিন ও ফরাসি লেখক জে ম্যাকাইনার্নি ও ক্যাথেরিন কুসে।

স্ত্রস আইনজীবীরা বলছেন, ফরেনসিক তথ্য দিয়ে এটা প্রমাণ করে না যে জোরপূর্বক যৌনসম্পর্ক স্থাপন করেছেন কান। আইনজীবী বেন ব্র্যাফম্যান বলেন, “আমাদের মতে, তথ্যপ্রমাণ স্পষ্ট হয়ে গেলে এটাও স্পষ্ট হবে তিনি কোনো জোরজবস্তিতে যাননি। ”

এদিকে, ওই হোটেল পরিচারিকার আইনজীবী কেনেথ টমসন বলেন, “যৌন হয়রানির শিকার ওই নারী আপনাদের এটাই বলতে চায় যে, বিশ্বজুড়ে স্ত্রস কানের ক্ষমতা, অর্থ ও প্রতিপত্তি দিয়েও তিনি হোটেল কক্ষে কী করেছেন তা ঢেকে রাখতে পারবে না। ” ওই পরিচারিকা নারী জাতির মর্যাদার জন্য দাঁড়িয়েছেন।

বাংলাদেশ সময়: ০৭৪৬ ঘণ্টা, জুন ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।