ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মিরী হত্যার দায় অস্বীকার করলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, জুন ৭, ২০১১

ওয়াশিংটন: হুজি নেতা ইলিয়াস কাশ্মিরী হত্যার দায় অস্বীকার করলো যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ইলিয়াস কাশ্মিরী হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে বলে পাকিস্তানের প্রেসিডেন্ট ইউসুফ রাজা গিলানির দেয়া বিবৃতির পরপরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অস্বীকার করা হলো হুজি নেতা হত্যাকাণ্ডের বিষয়টি।

এর আগ পর্যন্ত ইলিয়াস কশ্মিরীর হত্যাকাণ্ডে নিয়ে নিশ্চুপ ছিলো ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের পরষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মার্ক টোনার সোমবার একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, ‘আমার কাছে কোনো নিশ্চিত প্রমান নেই হুজি নেতা ইলিয়াস কাশ্মিরী হত্যাকান্ডের ব্যাপারে। ’

পাকিস্তানের দেয়া বক্তব্যের জবাবে যুক্তরাষ্ট্রের কি বক্তব্য তা জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি এখনই ওই আলোচনার ব্যাপারে কোনো মন্তব্য বা সারাংশ টেনে দিতে পারি না। ’

এছাড়াও টোনার বলেন, ‘পাকিস্তান যেসকল রিপোর্ট দিচ্ছে সেগুলো সম্পর্কে আমরা নজর রাখছি কিন্তু আমি আবারও বলবো ইলয়াস হত্যাকাণ্ডের ব্যাপারে আমাদের কাছে কোনো প্রমান নেই। ’

২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে হুজি(হরকাতুল জিহাদ আল ইসলামী) নেতা ইলিয়াস কাশ্মিরীকে দায়ি করা হয়। সর্বশেষ যে ৫ জন মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীর তালিকা ওয়াশিংটন ইসলামাবাদকে দেয় সেই তালিকাতেও নাম ছিলো ইলিয়াস কাশ্মিরীর।

বাংলাদেশ সময়: ১২০০ ঘন্টা, ০৭ জুন, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।