ঢাকা, শনিবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

চীনের শেণঝেন শহরে ইলেকট্রিক বাইক নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৯, জুন ৭, ২০১১
চীনের শেণঝেন শহরে ইলেকট্রিক বাইক নিষিদ্ধ

বেইজিং: চীনের দক্ষিণ পূর্বাংশের শহর শেণঝেনে নিষিদ্ধ হলো ইলেকট্রিক বাইক। সড়ক দুর্ঘটনা কমাতে এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে স্থাণীয় প্রশাসন থেকে জানানো হয়।



শহরের নগর প্রতিরক্ষা দপ্তর বলেন, ‘আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তবে এর সুফল পাওয়া গেলে আমরা এর মেয়াদ আরও বাড়াবো। ’

এই মাস হতেই সকল ইলেকট্রিক বাইক রাস্তায় বের হওয়া নিষেধ। যদি কেউ এই আইন অমান্য করে তাহলে ২০০ ইয়েন জরিমানা বিধান করা হয়েছে বলেও জানায় নগর প্রতিরক্ষা দপ্তর।

চীনের এক পরিসংখ্যানে দেখা গেছে, শেণঝেনে ইলেকট্রিক বাইকের কারণে গত বছর ২৬৮ টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। যার মধ্যে ৬৪ জনই মারা গেছে।

শেণজেন শহরে পাঁচ লাখেরও বেশি ইলেকট্রিক বাইক রাস্তায় চলাচল করে।

বাংলাদেশ সময়: ১২২০ ঘন্টা, ০৭ জুন, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।