ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রামদেব ইস্যু ভারতের অভ্যন্তরীণ ব্যাপার: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, জুন ৭, ২০১১
রামদেব ইস্যু ভারতের অভ্যন্তরীণ ব্যাপার: যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন: রামদেব ইস্যু ভারতের অভ্যন্তরীণ ব্যাপার বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক মুখপাত্র মার্ক টোনার। তিনি আন্তর্জাতিক একটি গণমাধ্যমকে দেয়া এক স্বাক্ষাতকারে একথা বলেন।



ভারতে দুর্নীতি এবং কালো টাকার বিরুদ্ধে অনশনরত যোগগুরু রামদেবের উপর পুলিশি হামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘শান্তিপূর্ণভাবে প্রতিবাদ সভা করা একটি গণতান্ত্রিক অধিকার। দুর্নীতি এবং কালোটাকার বিরুদ্ধে রামদেবের করা প্রতিবাদ কর্মসূচীতে আঘাত মানে গণতন্ত্রের উপর আঘাত হানা। ’

এদিকে রামলীলাতে পুলিশি অভিযানের পর এই প্রথম মুখ খুললেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। ভারতীয় এক গণমাধ্যমকে তিনি বলেন, ‘এছাড়া কোনো উপায় ছিল না। সরকার দুর্নীতি এবং কালো টাকার ব্যাপারে সচেতন এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এর মধ্যে কোনো জাদু নেই। ’  

কেন মাঝরাতে রামলীলাতে হামলা করা হলো মনমোহনসিংকে করা এমন প্রশ্নের জবাবে তিনি চুপ থাকেন।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘন্টা, ০৭জুন, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।