সানা: প্রেসিডেন্ট সালেহর দেশে ফেরা অনিশ্চিত। তার শরীরের ৪০ ভাগ অংশই পুড়ে গেছে এবং তার ফুসফুস ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা।
গত শুক্রবার ইয়েমেনের আদিবাসী বিদ্রোহীদের এক রকেট হামলায় আহত হন প্রেসিডেন্ট সালেহ। আহত হবার একদিন পরেই তিনি স্বপরিবারে চিকিৎসার জন্য সৌদিআরবে যান। এক আরব কুটনীতিক বলেন, প্রেসিডেন্ট সালেহর শরীর থেকে একটি স্প্লিন্টার বের করা হয়েছে। স্প্লিন্টারটি সালেহর বুকে সাত সেন্টিমিটার দীর্ঘ ক্ষতের সৃষ্টি করেছে।
বোমা হামলার আহত হবার ঘন্টাখানেক পরেই এক অডিও বার্তায় প্রেসিন্ডেন্ট সালেহ জানান, অতি সামান্যই তার চোট লেগেছে। ভালো আছেন জানিয়ে তিনি বলেন, ‘আদিবাসীরাই এ হামলার ঘটনা ঘটিয়েছে। ’
অপরদিকে আদিবাসী নেতা শেখ আহমারের দল ওই হামলার দায় অস্বীকার করে। বিদ্রোহী আদিবাসী দলের বেধে দেয়া সময়সীমার ভেতর প্রেসিডেন্ট সালেহ ক্ষমতা ছেড়ে না দিলে সারা দেশে সহিংসতা ছড়িয়ে পরে।
এদিকে মঙ্গলবার সকালেও সরকারী বাহিনীর সাথে বিদ্রোহী আদিবাসী বাহিনীর তুলুম লড়াই অব্যাহত আছে। ইয়েমেনের দক্ষিণের শহর তাজে সোমবার রাত থেকে দুই বাহিনীর মধ্যে যুদ্ধ হচ্ছে বলে একজন প্রত্যক্ষদর্শী জানান।
বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘন্টা, ০৭ জুন, ২০১১