ঢাকা, শনিবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ইয়েমেনে নিহত ১৫জন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩২, জুন ৭, ২০১১
ইয়েমেনে নিহত ১৫জন

সানা: ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর জিঞ্জিবারে মঙ্গলবার সরকারি বাহিনী এবং বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষে কমপক্ষে ১৫জন নিহত হয়েছে।

সরকারিভাবে এই সংঘর্ষের জন্য আল কায়েদা জঙ্গিদের দায়ী করা হচ্ছে।

প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ তার বাসভবনে আহত হওয়ার একদিন পরে এই হামলার ঘটনা ঘটলো। সালেহ এখন চিকিৎসার জন্য সৌদিআরবে আছেন।

ইয়েমেনের দ্বিতীয় বৃহত্তম শহর তায়েজেও সংঘর্ষের খবর পাওয়া গেছে। বার্তা সংস্থা এএফপি জানায়, এটি এখন সরকারি বাহিনীর দখলে।    

তায়েজের আদিবাসী পরিষদের প্রধান শেখ হামাদ সায়েদ আল-মিখলাফি বার্তাসংস্থাকে টেলিফোনে জানান, আমরা নিপীড়িতের পক্ষে এবং অবৈধ সরকারের বিপক্ষে।

সরকার সরকারি স্থাপানাকে বাঁচাতে সেনাবাহিনী মোতায়ন করেছে। কিন্তু এখন ওসব আমাদের পাহাড়া দিতে হচ্ছে। কারণ আমরা ওদের ডাকাতির ভয়ে আছি।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, জুন ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।