ঢাকা, শনিবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

রমজান শুরু ১ আগস্ট?

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৪, জুন ৮, ২০১১
রমজান শুরু ১ আগস্ট?

মানামা: আগামী রমজান মাস শুরু হবে ১ আগস্ট। রোজা হবে ঠিক ঠিক ২৯টি।

সে হিসাবে ঈদুল ফিতর হচ্ছে ৩০ আগস্ট। কুয়েতের একজন জ্যোতির্বিজ্ঞানী এ ভবিষ্যদ্বাণী করেছেন।

রীতি অনুযায়ী আরবি রমজান মাসের চাঁদ দেখে সারা বিশ্বে মুসলিমরা রোজা পালন শুরু করেন। এক মাস আগে থেকে এ ভাবে এর আগে আর কেউ ভবিষ্যদ্বাণী করেননি। এমনকি রমজান সম্পর্কে এক সপ্তাহ বা কয়েকদিন আগেও ভবিষ্যদ্বাণী করার ঘটনা নেই।

দুবাইভিত্তিক গালফ নিউজে প্রকাশিত একটি প্রতিবেদনে জানা যায়, কুয়েতের জ্যোতির্বিজ্ঞানী আবদেল আল মারজুক ভবিষ্যদ্বাণী করেছেন, এ বছর আরবি শাবান মাস ৩০ দিন দীর্ঘ হবে, শেষ হবে জুলাইয়ের ৩১ তারিখে এবং শেষ দিনটি হবে রোববার। সুতরাং এর পরেই আসা রমজান মাস শুরু হবে ১ আগস্ট সোমবার। এবারের রমজান মাস স্থায়ী হবে ২৯ দিন। সুতরাং শেষ রোজাটি হবে ২৯ আগস্টে এবং বারটি হবে সোমবার। অর্থাৎ আমরা ঈদুল ফিতরের ঈদ উদ্যাপন করব পরদিন ৩০ আগস্ট মঙ্গলবার।

কুয়েতের দৈনিক আল আনবা আল মারজুকের উদ্ধৃতি দিয়ে এ খবর প্রকাশ করেছে।

মুসলিমরা চন্দ্রপঞ্জিকা অনুসরণ করেন। সে হিসাবে রোজা শুরু হয় রমজানের প্রথম চাঁদ দেখার মাধ্যমে। একই ভাবে শেষও হয় পরবর্তী মাসের নতুন চাঁদ দেখার মাধ্যমে।

জ্যোতির্বিজ্ঞানের হিসাব নিকাশের চেয়ে খালি চোখে চাঁদ দেখে রোজা শুরুর পক্ষেই বেশির ভাগ মুসলিম।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, জুন ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।