ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নেপালে বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলি, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
নেপালে বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলি, নিহত ২

ঢাকা: নেপালের দক্ষিণাঞ্চলে বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলিতে দু’জন নিহত ও প্রায় অর্ধশত আহত হয়েছেন।

সাংবিধানিকভাবে বরাদ্দের চেয়ে অধিক এলাকা ও পার্লামেন্টে অধিক আসনের দাবিতে দেশটির দক্ষিণাঞ্চলে মাধেশি জনগণ ইস্ট-ওয়েস্ট হাইওয়ে অবরোধ করে বলে রোববার (২২ নভেম্বর) জানিয়েছেন নেপাল পুলিশের এক কর্মকর্তা ভিম ঢাকা।



তিনি জানান, বিক্ষোভকারীরা মহাসড়ক অবরোধের সময় শনিবার (২১ নভেম্বর) দিনগত মধ্যরাতে পেট্রোল বোমা, বর্শা ও ইট-পাথর নিয়ে টহল পুলিশের ওপর হামলা চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। কিন্তু পরিস্থিতি আরও জটিল হয়ে উঠলে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়।

অবরোধের সময় পৃথক দুই সংঘর্ষে দু’জন নিহত হওয়া ছাড়াও ২৫ পুলিশ ও বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হন বলে জানান ভিম ঢাকা।

নেপালের পার্লামেন্ট নতুন সংবিধান অনুমোদন দেওয়ার কিছুদিন আগে থেকেই বরাদ্দেরে চেয়ে বেশি এলাকা ও পার্লামেন্টে অধিক আসনের দাবিতে আন্দোলন করে আসছে মাধেশিরা।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।