ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উ. কোরিয়ার মানবাধিকার লঙ্ঘন, বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৫
উ. কোরিয়ার মানবাধিকার লঙ্ঘন, বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ

ঢাকা: উত্তর কোরিয়ায় মানবাধিকার লঙ্ঘন বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভা চলতি মাসে অনুষ্ঠিত হবে।

ব্রিটেন, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রসহ নিরাপত্তা পরিষদের নয়টি দেশের প্রতিনিধিরা এই সভা আয়োজনের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতি ও মার্কিন রাষ্ট্রদূত সামান্থা পাওয়ারের কাছে দাবি জানান।



সামান্থা পাওয়ার বলেন, উত্তর কোরিয়ার মানবাধিকার লঙ্ঘন পরিস্থিতি উত্তরণ করা পরিষদের জন্য কঠিন কাজ। এজন্য নিয়মিতভাবে চেষ্টা অব্যাহত রাখতে হবে। তবে আমরা দেশটির মানবাধিকার পরিস্থিতির পরিবর্তন করতে পারি। আর সেটি করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

যুক্তরাষ্ট্র খুব শিগগিরই সভা অনুষ্ঠানে দিনক্ষণ ঠিক করার জন্য কাজ করবে বলেও জানান যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র হাগার চ্যামেলি।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
টিআই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।