ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কান্দাহার বিমানবন্দরে তালেবান হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
কান্দাহার বিমানবন্দরে তালেবান হামলা ছবি: সংগৃহীত

ঢাকা: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারে অবস্থিত কান্দাহার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে তালেবান জঙ্গিরা।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) এ হামলার ঘটনা ঘটে বলে বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।



স্থানীয় সরকারের একজন মুখপাত্র শামিম খপালওয়াক বলেছেন, বিমানবন্দর এলাকায় একটি স্কুলে অবস্থান নিয়ে জঙ্গিরা বিমানবন্দর লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করেছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই এলাকা ঘিরে ফেলেছে। জঙ্গিদের সমুচিত জবাব দিচ্ছে তারা।

তিনি আরও জানান, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, তালেবান মুখপাত্র কারি ইউসুফ আহমাদি এক বিবৃতিতে জানিয়েছেন, তালেবান যোদ্ধারা বিমানবন্দরে প্রবেশ করেছেন এবং তারা নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়ছে।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫/আপডেট: ২১২৮ ঘণ্টা
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।