ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভেনেজুয়েলার নির্বাচনে বিরোধী জোটের জয়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
ভেনেজুয়েলার নির্বাচনে বিরোধী জোটের জয় ছবি: সংগৃহীত

ঢাকা: ভেনেজুয়েলায় সংসদ নির্বাচনে বর্তমান বিরোধী জোট দুই-তৃতীয়াংশ আসনে জয় নিশ্চিত করেছে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কর্তৃপক্ষ।

রোববার (০৬ ডিসেম্বর) ভেনেজুয়েলায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।

ন্যাশনাল ইলেক্টোরাল কাউন্সিল জানিয়েছে, এ নির্বাচনে ১৬৭ আসনের সংসদে ১১২টিতেই জয় নিশ্চিত করেছে বিরোধী জোট।

জয় নিশ্চিত হওয়ায় বিরোধী জোট এখন দেশটিতে পরিবর্তনের সূচনা ঘটাতে পারবে। এমনকি তারা গণভোট আহ্বান করে সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নেতৃত্বেও পরিবর্তন আনতে পারবে।

সাবেক নেতা হুগো শাভেজের হাতে ১৯৯৯ সালে ভেনেজুয়েলায় সমাজতন্ত্রের গোড়াপত্তনের পর এই প্রথম এতোটা বিপর্যয়ের মুখে পড়লো ক্ষমতাসীনরা।

জয় নিশ্চিত হওয়ার পরপরই বিরোধী জোটের মহাসচিব জেসাস তোরেলবা বলেছেন, তাদের প্রথম কাজ হবে কারাগারে আটক বিরোধী নেতাদের মুক্তি ও দেশে চলমান অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা।

বাংলাদেশ সময়: ০৯২৯ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।